শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

পুকুরে রাফিয়ার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
বিজ্ঞাপন
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রাফিয়া আক্তার নামের সাত বছরের এক শিশুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে উঠেছে সৎ মা ইশা বেগমকের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রাম থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে,নিহত শিশু রাফিয়া আক্তার কানিপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি পুকুরে হাঁস খোঁজার কথা বলে রাফিয়াকে ডেকে নিয়ে যান তার সৎ মা। অনেকক্ষণ দেখতে না পেয়ে শিশুটিকে খুঁজতে শুরু করেন তার বাবা ও দাদি। পরে পুকুরে রাফিয়ার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
বিজ্ঞাপন
ধারণা করা হচ্ছে, রাফিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন তার সৎ মা। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে রাফিয়ার মরদেহ উদ্ধার করে। এসময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তার সৎ মা ইশা বেগমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
আরএক্স/








