জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লাবিবকে অব্যাহতি

টনার তদন্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত আহসান লাবিবকে অব্যাহতির এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বিজ্ঞাপন
গণপিটুনিতে অংশগ্রহণের অভিযোগ থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর সমন্বয়ক আহসান লাবিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় (গণপিটুনি) অংশগ্রহণের অভিযোগ থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, ঘটনার তদন্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত আহসান লাবিবকে অব্যাহতির এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে তদন্তে দোষী সাব্যস্ত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








