Logo

পুলিশ নয়, মামলা করছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৫
65Shares
পুলিশ নয়, মামলা করছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

এখন পুলিশ মামলা করছে না, সাধারণ জনগণ মামলা করছে

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে দায়ের করা মামলাগুলোয় বিপুল সংখ্যক আসামি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন পুলিশ মামলা করছে না, সাধারণ জনগণ মামলা করছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে পুলিশ মামলা দিতো, ১০ জনের নাম দিয়ে ১০০ জনের নাম দিতো অজ্ঞাত। কিন্তু এই সময়ে পুলিশ কোনো মামলা দিচ্ছে না, সাধারণ পাবলিকরা দিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করতে সাধারণ জনগণকে বলতে হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়। তদন্ত ছাড়া কাউকেই গ্রেফতার না করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মবজাস্টিস রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা বেশ দুঃখজনক।

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোর্পদ করতে হবে।

বিজ্ঞাপন

জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের প্রত্যাশা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনী কীভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় বিষয় নিয়ে সভায় আলাপ-আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD