এবারের দুর্গাপূজায়ও ৩ হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪


এবারের দুর্গাপূজায়ও ৩ হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে
ফাইল ছবি

অবশেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে সরকার। 


শনিবার  (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশ থেকে এই তথ্য জানা গেছে। 


আরও পড়ুন: ছাত্র আন্দোলনে নিহত ১৪২৩, আহত ২২ হাজার


বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই কর করা আদেশে বলা হয়, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলীপূরণ সাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।”


আরও পড়ুন: তোফাজ্জল হত্যা: ঢাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার


এতে আরও বলা হয়, যারা ইলিশ রপ্তানি করতে চান তাঁদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। আর যারা আগেই আবেদন করেছেন তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।


গেল বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।


জেবি/এসবি