শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪


শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
বামপন্থী অনূঢ়া কুমারা দিশানায়েক

ঐতিহাসিক দ্বিতীয় দফার গণনা শেষে  শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী অনূঢ়া কুমারা দিশানায়েক। 


রবিবার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ ঘোষণা দেয় দেশটির নির্বাচন কমিশন।

 স্থানীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


ঋণ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে অনূঢ়ার নাম ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার  (২৩ সেপ্টেম্বর)সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অনূঢ়া। প্রেসিডেন্ট সচিবালয়ে তার শপথ গ্রহণের অনুষ্ঠানটি হবে অনাড়ম্বর।


আরও পড়ুন: ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০


এদিকে,  নির্বাচনে হেভিওয়েট তিন প্রতিদ্বন্দ্বীর কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। শ্রীলঙ্কার বিদ্যমান আইন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে শতকরা কমপক্ষে ৫০ ভাগ ভোট পেতে হয়। যদি এ পরিমাণ ভোট কোনো প্রার্থীই না পান, তাহলে দ্বিতীয় দফায় ভোট গণনা করা হয়।


আরও পড়ুন: বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝোলাব: অমিত শাহ


অনলাইন দ্য হিন্দু ও শ্রীলঙ্কার ডেইলি মিররের প্রতিবেদনে বলছে, “নির্বাচনে অনূঢ়া কুমারা দিশানায়েকে পেয়েছেন ৫৬ লাখ ৩৪ হাজার ৯১৫ ভোট, যা মোট ভোটের শতকরা ৪২ দশমিক ৩১ ভাগ। সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৪৩ লাখ ৬৩ হাজার ৩৫ ভোট, শতকরায় ৩২ দশমিক ৭৬ ভাগ। অন্যদিকে রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ২২ লাখ ৯৯ হাজার ৭৬৭ ভোট (শতকরা ১৭ দশমিক ২৭ ভাগ)।”


জেবি/এসবি