বিশ্বনবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে কোটালীপাড়ায় প্রতিবাদ সমাবেশ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী (সা.) এর শানে কটুক্তির প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে সর্বস্তরের তৌহিদী জনতার প্রচারণায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ওলামা ও আইম্মা পরিষদ কোটালীপাড়া।
আরও পড়ুন: গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ
এর আগে ব্যানার ফেষ্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা আসতে থাকে সমাবেশ স্থলে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা চত্বরসহ আশপাশের এলাকা। প্রায় দুই ঘন্টা যাবৎ স্থায়ী এ সমাবেশ চলাকালে সড়কে যান চলাচল ছিলো স্বাভাবিক। বিক্ষোভ শেষে কটুক্তিকারীর কুশপুত্তলিকা দাহ করে তৌহিদী জনতা। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা নাছির উদ্দিন, আব্দুল কুদ্দুস, আনসার উদ্দিন, মেহেদী হাসান, মর্তুজা হাসান, সুয়াইব ইব্রাহিম, মাসুদুর রহমান, হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, সাফায়াত হোসেন, রফিকুল ইসলাম, মাহামুদুল হাসান, বশির আহমেদ, মুঞ্জুরুল হক, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারন সম্পাদক আবুল বাশার হাওলাদার।
এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন এলাকা থেকে আগত তৌহিদী মুসলিম জনতাসহ নানান শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএল/