সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় তৃতীয় দফায় বাড়ানো হয়েছে সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ।
আরও পড়ুন: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন
এতে বলা হয়, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আবারও সাজেক ভ্রমণের নিরুৎসাহিত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।”
আরও পড়ুন: যমুনায় প্রবেশ করলো ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধিদল
পাহাড়ে সাম্প্রতিক সহিংসতার জের ধরে চলা ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন সাজেকে দেড় হাজার পর্যটক আটকা পড়েন। এসব পরিস্থিতি বিবেচনায় প্রশাসন তৃতীয় দফায় নিষেধাজ্ঞা দিলো।
জেবি/এসবি