জয়শঙ্করের সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়নি: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এ তথ্য জানান।
নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। কেননা আরও গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে যে, আমাদের দুই দেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন। এ বিষয়ে আমরা একমত হয়েছি।”
আরও পড়ুন: সাড়ে ৮ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দেবে এআইআইবি
তিনি আরও বলেন, “ভিসা নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। এখন মেডিকেল ভিসা চালু আছে। তারা দ্রুত অন্যান্য ভিসা চালু করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।”
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।
সদ্য শেষ জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেবি/এসবি