বাউফলে সেচ্ছাসেবকদল নেতার মামলায় আ'লীগের ৩ নেতা আটক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪
পটুয়াখালী বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলরসহ তিনজনকে আটক করেছে বাউফল থানা পুলিশ।
বুধবার (০২ অক্টোবর) ভোরে বাউফলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বাউফল পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল মামুন আকন (৫০), নাজিরপুর ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিচ (৪০) ও দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বি (২০)।
আরও পড়ুন: বাউফলে নিষিদ্ধ জাল ব্যবহারে ধ্বংসের মুখে দেশি প্রজাতির মাছ
বাউফল থানা সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে প্রধান আসামি করে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ জুন ২০২২ সালে সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের কর্মী-সভা চলাকালে উল্লিখিত নামীয় আসামিসহ অজ্ঞাত ২০০-৩০০ জন ধারালো অস্ত্রসহ হামলা চালায়। এ সময় ২০-২৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম এবং সভাস্থলে ভাঙচুর করা হয় এবং নগদ টাকাসহ তাদের মালামাল লুট করা হয়।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরাতে নৌবাহিনীর অভিযান
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বাউফল থানায় করা মামলায় আসামি হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।
এমএল/