Logo

আজ শহীদ পরিবারের পক্ষে মামলা করবে নাগরিক কমিটি

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৪, ২১:৫৬
আজ শহীদ পরিবারের পক্ষে মামলা করবে নাগরিক কমিটি
ছবি: সংগৃহীত

সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের আজ মামলা করবে জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (২ অক্টোবর)  সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া এদিন কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, মামলা দায়েরের সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ১ হাজার ৫৮১ জন শহীদ এবং ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় প্রসিকিউশন অফিসে এখন পর্যন্ত ৩৫টি অভিযোগ দায়ের হয়েছে। এর আগে তদন্ত সংস্থায় ১৬টিসহ মোট ৫১টি অভিযোগ দায়ের হয়েছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD