Logo

মুরাদনগরে সাংবাদিকতার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০৩:৪১
20Shares
মুরাদনগরে সাংবাদিকতার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

না জেনে না বুঝে শুধু কার্ড নিয়ে মাঠে ঘাটে দৌড়ঝাঁপ করলে সাংবাদিক হওয়া যায়না

বিজ্ঞাপন

মুরাদনগরে সাংবাদিকতার মানোন্নয়ন বিষয়ের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ হল রুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীদের নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক এম কে আই জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেলাল উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ ও মোশাররফ হোসেন মনির।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, অপ-সাংবাদিকতাকে রুখতে হলে সবার আগে জানতে হবে। না জেনে না বুঝে শুধু কার্ড নিয়ে মাঠে ঘাটে দৌড়ঝাঁপ করলে সাংবাদিক হওয়া যায়না। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের জন্য এ ধরনের  শিক্ষামূলক সেমিনার ও ট্রেনিংয়ের বিকল্প কিছু  নেই। বর্তমান সময়ে সাংবাদিকতায় বেসিক ট্রেনিং ও নীতি-নৈতিকতা শিক্ষা খুবই জরুরি।  

বিজ্ঞাপন

উক্ত সেমিনারে নিউজ লেখার কৌশল ও ভাষার ব্যবহারের উপর বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মহসিন কবির, বাংলা শব্দ ও বাক্যের ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ টাইমস এর সাব এডিটর আব্দুল্লাহ আল মেহেদী, টিভি রিপোর্টিং ও অপ-সাংবাদিকতা রোধে করুণীয় বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন এ মুরাদ।  

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও হাদিসের  আলোক শিক্ষার গুরুত্ব নিয়ে অর্থসহ বর্ণনা করেন মেহেদী হাসান আবেদ। উক্ত সেমিনারে মুরাদনগর উপজেলার ২৫ জন সংবাদকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD