ইমরানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা, ইসলামাবাদে ১৪৪ ধারা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে উঠা অনাস্থা প্রস্তাবের ওপর রবিবার (৩ এপ্রিল) ভোট হওয়ার কথা রয়েছে। এদিকে, দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটের আগে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস বলছে, কোণঠাসা হয়ে পড়া ইমরান খান এখনো আত্মপ্রত্যয়ী। শেষ মুহূর্তে ফলাফল পাল্টে দেবেন বলে জোর দিয়ে বলছেন তিনি। দলীয় আইনপ্রণেতাদের অধিবেশনে যোগদান না করার আগের নির্দেশনা থেকে সরে এসেছেন তিনি। বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে সোচ্চার অবস্থান নিতে তিনি দলীয় আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন।
এদিকে অনাস্থা প্রস্তাবে ভোটের আগেই বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও মোকাবিলায় তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২ এপ্রিল) রাতে টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি এ আহবান জানান। এ ঘোষণার পরই রাস্তায় অবস্থান নেন তেহরিক ই ইনসাফের শতাধিক কর্মী।
রাজনৈতিক পর্যবেক্ষকেরা আশঙ্কা করছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রেড জোনে ঢুকে পড়তে পারেন এবং পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করতে পারেন, যা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে। রেড জোনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দিতে রাজধানীর প্রশাসন রেড জোনের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে।
ওআ/