Logo

নড়াইলে সাপের কামড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৪, ০৫:২৩
নড়াইলে সাপের কামড়ে কলেজ ছাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪ টার দিকে তার মৃত্যু হয়

বিজ্ঞাপন

সাপের কামড়ে নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ বিভাগের ছাত্রী এনি রায়ের মৃত্যু হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) ভোর রাতে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এনি রায় সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের কন্যা। 

বিজ্ঞাপন

জানা গেছে, কলেজ ছাত্রী এনি রবিবার (৬ অক্টোবর) রাতে খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ১২ টার দিকে এনি বিছানা থেকে জেগে ওঠে বাবা-মাকে বলে তাকে কিছু কামড়িয়েছে এবং জ্বালা-যন্ত্রনা করছে। এক পর্যায়ে বিছানার চাদর ও তোষক সরানোর সময় একটি বিষধর সাপ দেখতে পায় তার পরিবার। পরে সাপের ছবিসহ তাকে রাত ২ টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪ টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের কাকা শিক্ষক স্বপন রায় জানান, আমার ভাইজি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে বিছানা থেকে জেগে ওঠে বাবা-মাকে বলে তাকে কিছুতে কামড়িয়েছে এবং জ্বালা-যন্ত্রনা করছে। এক পর্যায়ে বিছানার চাদর ও তোষক সরানোর সময় একটি বিষধর সাপ দেখতে পাই। পরে কয়টা সাপের ছবি তুলে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচী বলেন, রোগিকে হাসপাতালে আনতে অনেক দেরী হয়ে গেছে। আমরা এন্টি ভেনমসহ সমস্ত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD