নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতি, শেরপুরে মৃতের সংখ্যা বেড়ে ৯


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪


নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতি, শেরপুরে মৃতের সংখ্যা বেড়ে ৯
ছবি: সংগৃহীত

নেত্রকোণায় পাহাড়ি ঢলের কারণে রিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমেশ্বরী নদীর পানি কমলেও, উব্দাখালী নদীর পানি বইছে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপরে। বেড়েছে কংশ নদীর পানিও। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্ভোগ কমছে না বাসিন্দাদের।  অন্যদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় 


অন্যদিকে ঢলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ ও শেরপুরে। শেরপুরের নালিতাবাড়ীতে রাস্তার ধারে খেলার সময় বন্যার পানিতে ডুবে এক শিশুর প্রাণ হারিয়েছে। জেলায় এ নিয়ে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।


আরও পড়ুন: পুলিশের ডিআইজিসহ ৩০ কর্মকর্তাকে বদলি


ঝিনাইগাতী, নালিতাবাড়ী, শ্রীবরদী উপজেলায় ঢলের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে, দুর্ভোগ বেড়েছে মানুষের। উজানের পানি বিভিন্ন নদ-নদী হয়ে বইছে ভাটির দিকে।


আরও পড়ুন: ১০০ বছর জেল খাটলেও আ. লীগের শাস্তি পূর্ণ হবে না: হাসনাত


শেরপুর জেলার জেলার ৫ উপজেলার দেড় লাখের বেশি মানুষ জলমগ্ন আছেন। বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। তবে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। ৫২ হাজার হেক্টর জমির আমন ধান ডুবে গেছে বলে জানিয়েছে কৃষি অফিস।


জেবি/এসবি