Logo

মাধবপুরে ফেরিওয়ালার সাথে পালালেন স্কুল শিক্ষিকা

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৪, ০১:০৪
631Shares
মাধবপুরে ফেরিওয়ালার সাথে পালালেন স্কুল শিক্ষিকা
ছবি: সংগৃহীত

২১ দিনের প্রশিক্ষণে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন

বিজ্ঞাপন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক স্কুল শিক্ষিকা, এসএসসি পরীক্ষার্থী মেয়েসহ তিন সন্তান রেখে এক ফেরিওয়ালার সাথে পালিয়ে গেছেন। ওই শিক্ষিকার নাম কানিজ ফাতেমা, যিনি উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের মিজান মিয়ার স্ত্রী এবং বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মিজান মিয়া ও তার স্ত্রী মাধবপুর পৌরসভার সবুজবাগে বসবাস করতেন।  

বিজ্ঞাপন

মিজান মিয়া জানান, কানিজ গত ৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা সদরে ২১ দিনের প্রশিক্ষণে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ২৭ সেপ্টেম্বর, তিনি মিজানকে ডাকযোগে তালাকনামা পাঠান এবং পরের দিন ফোনে জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হান্নান খন্দকারের ছেলে, ফেরিওয়ালা ওয়াসিম খন্দকারকে বিয়ে করেছেন। ওয়াসিম গ্রামে গ্রামে ঘুরে প্লাস্টিকের খেলনা বিক্রি করেন।  

বিজ্ঞাপন

মিজান আরও জানান, প্রায় ২০ বছর আগে তিনি কানিজ ফাতেমাকে বিয়ে করেন, তখন তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বিয়ের পর মিজান তাকে বিএ পাস করান এবং পরে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে— বড় মেয়ে ইশা (১৫), যিনি এবছর এসএসসি পরীক্ষা দেবেন, এবং দুই ছেলে ইশান (১১) ও ইমরান (৮)।  

বিজ্ঞাপন

মিজান অভিযোগ করেন, কানিজ ফাতেমা চলে যাওয়ার সময় ঘরে রাখা বাড়ি বিক্রির ১২ লাখ টাকা এবং সাড়ে ৩ ভরি স্বর্ণ নিয়ে গেছেন। তবে তিনি বলেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে ফিরে এলে কানিজ ফাতেমাকে যথাযথ মর্যাদায় গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD