ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়া হয়েছে। রবিবার (৩ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি তা খারিজ করে দেন। খবর ডনের।

এর আগে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দল। এরপরই আজকের অধিবেশনে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করলেন সুরি। এতে তিনি নিজেই সভাপতিত্ব করেন। 

ডেপুটি স্পিকার বলেন, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাকিস্তান সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের পরিপন্থী।     

এদিকে, অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও।

ওআ/