Logo

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

profile picture
জনবাণী ডেস্ক
১০ অক্টোবর, ২০২৪, ০১:৪১
54Shares
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ছবি: সংগৃহীত

ক্তরাজ্যের গুগল ডিপমাইন্ডের দুই বিজ্ঞানী ডেমস হ্যাসাবিস ও জন এম জাম্পার এই পুরস্কার পান।

বিজ্ঞাপন

রসায়নে যুক্তরাষ্ট্রের একজন ও যুক্তরাজ্যের দুই বিজ্ঞানী নোবেল পেয়েছেন। 

বুধবার (৯ অক্টোবর) বিকালে নোবেল প্রাইজের ওয়েবসাইটে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

বিজ্ঞাপন

কমপিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ডেভিড বেকার এবং প্রেটিন স্ট্রাকচার প্রেডিকশন এর জন্য যুক্তরাজ্যের গুগল ডিপমাইন্ডের দুই বিজ্ঞানী ডেমস হ্যাসাবিস ও জন এম জাম্পার এই পুরস্কার পান।

বিজ্ঞাপন

সোমবার (৭ অক্টোবর) থেকে এ বছরের নোবেল পুরস্কার দেওয়া শুরু করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। ওই চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। এ পুরস্কার পান মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রজ ও গ্যারি রুভকিন। আরএনএ মলিকিউল গবেষণায় অবদান রাখায় নোবেল পান তারা। 

বিজ্ঞাপন

এর পরদিন মঙ্গলবার (৮ অক্টোবর) পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর মেশিন লার্নিং তথা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে অনবদ্য অবদান রাখায় নোবেল পুরস্কার পান জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন। মার্কিন অধ্যাপক জন হোপফিল্ড যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। অন্যদিকে, ব্রিটিশ-কানাডিয়ান অধ্যাপক জিওফ্রে হিন্টন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

বিজ্ঞাপন

প্রতিবছর  আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি স্বর্ণপদক, শংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD