বঙ্গোপসাগরে দুটি ট্রলারে ডাকাতি, জেলে গুলিবিদ্ধ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪
কক্সবাজারের বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার ট্রলারে হামলা, লুটপাট ও গুলি চালিয়েছে জলদস্যুুরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন জহির আহমদ নামের এক জেলে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর কক্সবাজার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দুরে হামলায় গুলিবিদ্ধ জেলে জহিরকে বুধবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: টেকনাফে সাবেক এমপি বদিসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, খুরুস্কুলের ছিদ্দিক আহমদের মাযের দোয়া ট্রলারটি ১৯ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায় ৭দিন আগে।
মঙ্গলবার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দুরে মাছ শিকারের সময় হঠাৎ জলদস্যুরা তার ট্রলার ও পাশের আরেকটি ট্রলারে এক সাথে হামলা করে। তখন জলদস্যুদের গুলিতে আহত হন জেলে জহির। পরে দুটি ট্রলারের মাছ, জাল, খাবার মোবাইল ডিজেল সব কিছু লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আহত জেলে জহির উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গুলিবিদ্ধ জহির নোয়াখালীর বাসিন্দা।
এমএল/