ভেঙে দেওয়া হলো পাকিস্তানের পার্লামেন্ট, ৯০ দিনের মধ্যে নির্বাচন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভেঙে দেওয়া হলো পাকিস্তানের পার্লামেন্ট, ৯০ দিনের মধ্যে নির্বাচন

পাকিস্তানের জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ পাওয়ার পরই আইনসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন তিনি।

রবিবার (৩ এপ্রিল) জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

জিও নিউজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী ফারুখ হাবিব টুইটারে লিখেছেন, দেশের সংবিধান অনুযায়ী বিধানসভা ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন হবে।
এর আগে দেশটির সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারজি করে দেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

ডেপুটি স্পিকার বলেন, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাকিস্তান সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের পরিপন্থী।     

এদিকে, অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও।

ওআ/