Logo

জামাত ক্ষমতায় গেলে মানুষ মায়ের কোলের মত নিশ্চিন্তে থাকবেন

profile picture
জনবাণী ডেস্ক
১০ অক্টোবর, ২০২৪, ২৩:৪০
37Shares
জামাত ক্ষমতায় গেলে মানুষ মায়ের কোলের মত নিশ্চিন্তে থাকবেন
ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ

বিজ্ঞাপন

বাগেরহাটের মোংলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন জামায়াত ইসলামী। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিদর্শন তার সাথে ছিলেন মোংলা উপজেলা জামায়াতে আমির অধ্যাপক কোহিনুর সরদার, উপজেলা সেক্রেটারি আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা সভাপতি মিলন গাজী, মিঠাখালী ইউনিয়ন আমীর নূর মোহাম্মদ হেলালী, সেক্রেটারী রশিদুজ্জামান শিশির, সহ-সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুর রহমান। পরে নেতা-কর্মীদের নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জামায়াত নেতা ওয়াদুদ। 

এ সময় বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, আগামীতে জামায়াত ক্ষমতায় গেলে আপনারা মায়ের কোলের মত নিচ্চিন্তে থাকবেন। নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়ানোর জন্য। তাদের মনে সাহস দেওয়ার জন্য বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াতে ইসলামী রয়েছে। আমরা মনে করি সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক। আজকে সকাল থেকে উপজেলার বিভিন্ন্য মন্দির পরিদর্শন করছি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাদের এই আশ্বাস দিচ্ছি যে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। তারা এখানেই বসবাস করবেন, কোনো সমস্যা নেই। ৫ আগস্টের পর থেকে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় নিজের নিবেদিত রেখেছি। 

বৃহস্পতিবার সকাল থেকে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপজেলা বিভিন্ন মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD