ফুলবাড়িয়ায় পূজামন্ডপ পরিদর্শন করেন জামায়াত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪


ফুলবাড়িয়ায় পূজামন্ডপ পরিদর্শন করেন জামায়াত
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌর এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জামায়াত।


শুক্রবার (১১ অক্টোবর) পুজা মন্ডপ পরিদর্শন উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলার কৃতি সন্তান, জেলা জামাতের নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন, জেলা জামায়াতের সাবেক আমীর মো. জসিম উদ্দিন, উপজেলা জামাতের আমীর মাও ফজলুল হক শামীম, জামায়াত নেতা  ডা. আ. রাজ্জাকসহ সংশ্লিষ্ট মন্ডপের পুরোহিত ও মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন: পূজামন্ডপ পরিদর্শনে সচিব ধর্মীয় সম্প্রীতি পরিপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা


অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন বলেন, যার যার ধর্ম পালন করার জন্য উদাত্ত আহবান করছি। কোন রকম আইনশৃঙ্খলা অবনতি হবে না। আমরা সুন্দর ভাবে বসবাস করছি। আয়োজন কমিটির সকলকে ধন্যবাদ জানাই। 


তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি পরিপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজা মন্ডপে কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। এদেশে সকল নাগরিকের, সংবিধানেও সকলের অধিকার সমান। সৃষ্টি লগ্ন থেকেই কচুক্রী মহল ছিল। উল্লেখ্য যে, বাংলাদেশ জামায়াতে ইসলাম বিসর্জনের দিন পর্যন্ত আমরা থাকবো।


এমএল/