দেশে গ্যাসের তীব্র সংকট চলছে: উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪


দেশে গ্যাসের তীব্র সংকট চলছে: উপদেষ্টা
ফাইল ছবি

দেশে গ্যাসের তীব্র সংকট চলছে বলে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,  আমাদের ৪ হাজার এমসি গ্যাস দরকার। সেখানে আমরা ৩ হাজার এমসি গ্যাস পাচ্ছি। 


শনিবার (১২ অক্টোবর) সকালে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কূপ) খনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


আরও পড়ুন: ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা


জ্বালানি উপদেষ্টা বলেন, “প্রয়োজনে আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। এজন্য প্রচুর বৈদেশিক মুদ্রার ব্যয় হয়। এ মুহূর্তে বাসা বাড়িতে গ্যাস দেওয়ার হবে, আমাদের জন্য এটি একটি মিথ্যা আশ্বাস। বাসা-বাড়িতে গ্যাস সরবরাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে, তখন এ বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে।


তিনি জানান, বিবিয়ানার পরে এখনো দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস কোনো কুপে পাওয়া যায়নি।


আরও পড়ুন: বিয়ে করলেন হাসনাত, সারজিসের শুভেচ্ছা


উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির আরো বলেন, “দেশে লুটপাট হয়েছে-এটা সবাই জানেন। অন্তর্বর্তীকালীন সরকারে থেকে আমরা দুর্নীতির ঊর্ধ্বে থাকব। আমাদের অনুসরণ করে সচিবরা দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন। আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করতো। এখন আর সরকার করে না। বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশন গ্যাসের দাম নির্ধারণ করে থাকেন। তারা গ্রাহক ও যারা এলপি গ্যাস আমদানি করে থাকে, তাদের সঙ্গে কথা বলে বোতল জাত গ্যাসের দাম নির্ধারণ করে থাকে।”


জেবি/এসবি