‘সাগর-রুনি হত্যা মামলায় একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৪

সাগর-রুনি হত্যা মামলায় একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত বলে জানিয়েছেন মামলার আইনজীবী শিশির মনির।
রবিবার (১৩ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শিশির মনির বলেন, “সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডে পতিত সরকারের অনেক সেন্সিটিভ মানুষ জড়িত। গণমাধ্যম এবং সরকারের বাইরের মানুষ যারা সরকার পরিচালনায় সহযোগিতা করেছে তারাও জড়িত আছেন বলে তথ্য পাওয়া গেছে। তদন্তাধীন থাকায় নামগুলো বলা যাচ্ছে না।”
আরও পড়ুন: সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিলেন হাইকোর্ট
তিনি আরও বলেন, “সাগর-রুনির শরীরে দু’জন মানুষের ডিএনএ পাওয়া গেছে। তাদের শনাক্ত করার কাজ চলছে। এখন মামলাটি নিয়ে সরকারও বাধা দিচ্ছে না। তদন্তের কাজ যেখান থেকে থেমে গেছিলো, সেখান থেকেই শুরু হয়েছে। তদন্ত শেষে সকলের সামনে রির্পোট তুলে ধরা হবে বলে জানান শিশির মনির।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের ব্যবসার দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: পুলিশ

ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম

চন্দনাইশের ‘স্বপ্ন বিলাশ’-এর স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে: ফরিদা আখতার
