অর্থনীতিতে নোবেল পেলেন ৩ মার্কিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪
এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ ড্যারেন আসেমগ্লো, জেমস এ. রবিনসন ও সাইমন জনসন। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চলতি বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো।
বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান কীভাবে গঠিত হয় এবং সমৃদ্ধিতে এর প্রভাব কেমন, তা নিয়ে কাজ করার জন্য এই পুরস্কার পেয়েছেন তারা। বিভিন্ন দেশের সমৃদ্ধিতে এত পার্থক্য কেন দেখা যায়, তা নিয়ে গভীর ধারণা দিয়েছেন এ তিনজন।
আরও পড়ুন: ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ রকেট ছুড়লো হিজবুল্লাহ
সোমবার (১৪ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোম থেকে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ নাম ঘোষণা করে।
গেল বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। এ পর্যন্ত মোট ৫৫ জন নোবেল জিতেছেন এই বিভাগে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।
আরও পড়ুন: লেবানন থেকে এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ হিজবুল্লাহর
এর আগে চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে গত ৭ অক্টোবর থেকে শুরু হয় নোবেল পুরস্কার ঘোষণা। এরপর একে একে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
এরপ সোমবার ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। এর মধ্যে দিয়ে ২০২৪ সালের নোবেল মৌসুমের ইতি টানা হলো।
জেবি/এসবি