লেবানন থেকে এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ হিজবুল্লাহর


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৪


লেবানন থেকে এক ঘণ্টায় ইসরায়েলে ১০০ রকেট নিক্ষেপ হিজবুল্লাহর
ছবি: ‍আলজাজিরা

মাত্র এক ঘণ্টায় লেবানন থেকে মাত্র এক ঘণ্টায় উত্তর ইসরায়েলে ১০০ রকেট ছুড়েছে হিজবুল্লাহ।


শুক্রবার (১১ অক্টোবর)  ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।


ইসরায়েলি সামরিক বাহিনী সবশেষ আপডেটে বলেছে, “লেবানন থেকে প্রথম ধাপে ৮০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। যাদের মধ্যে কয়েকটি ঠেকিয়ে দেওয়া হয়েছে। তবে বেশ কয়েকটি মাটিতে পড়া রকেট শনাক্ত করা হয়েছে। কিছু রকেট ইসরায়েলের বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশটিতে আঘাত হেনেছে।”


দ্বিতীয় ধাপে আরো ২০টি রকেট ছোড়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের মধ্যে কয়েকটি প্রতিহত করার দাবি করে তারা।


আরও পড়ুন: মালয়েশিয়া এয়ারপোর্টে আজহারীকে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ


হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরায়েলে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আলজাজিরার কাছে কোন তথ্য নেই।


লেবানন থেকে ১০০ রকেট ছোড়া হয়েছে জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতি দেওয়ার পর আরেকটি বিবৃতি দেয় হিজবুল্লাহ। নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে হিজবুল্লাহ জানায়, গত ১ ঘণ্টায় তারা বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশের তালিকা


ইরানপন্থী গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি শহর কিরিয়াত শমোনা এবং কেফার ইউভালে শত্রু দেশের সৈন্যদের জমায়েতকে নিশানা করে রকেট হামলা করা হয়েছে। এ ছাড়া সাফেদ শহরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।


এতে আরও বলা হয়, অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা ব্যারাকের কাছে সৈন্যদের আক্রমণ করেছে হিজবুল্লাহ।


জেবি/এসবি