ডিজিএফআই’র নতুন প্রধান জাহাঙ্গীর আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম।
অপরদিকে, ডিজএফআই’র বর্তমান ডিজি মেজর জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) ডিজিএফআই’র প্রধান পদে পরিবর্তন আনা হয়।
আরও পড়ুন: মঙ্গলবার চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন
এছাড়া ২৪ ইনফ্রেন্টি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্টডক-এর জিওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে।
আরও পড়ুন: পোশাক কারখানা পরিস্থিতি স্বাভাবিক, জানাল প্রধান উপদেষ্টার কার্যালয়
গেল ১২ আগস্ট ডিজিএফআইর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. ফয়জুর রহমানকে। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হন। দুই মাসের মাথায় গুরুত্বপূর্ণ এই পদে আবার রদবদল করা হলো।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চারদিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের ব্যবসার দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: পুলিশ

ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম

চন্দনাইশের ‘স্বপ্ন বিলাশ’-এর স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে: ফরিদা আখতার
