এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমালের বিরুদ্ধে হত্যা মামলা

শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন নিহতের মা মোছা. জেসমিন আক্তার।
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাংলামটরে মো. বেলাল হোসেন (রাব্বি) নামের যুবককে গুলি করে হত্যার অভিযোগে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন নিহতের মা মোছা. জেসমিন আক্তার।
বিজ্ঞাপন
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা দেড়'শ জনকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
অপর আসামিরা হলেন, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ড. হাসান মাহমুদ, মো. জুনায়েদ আহমেদ পলক, মাহাবুবউল আলম হানিফ, সজীব ওয়াজেদ জয়, শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, এ এস এম ফিরোজ আলম, মোহাম্মদ আব্দুল আউয়াল, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, মো. শহীদুল ইসলাম, মো. ফাহিম মোশাররফ, নজিবুল্লাহ হিরো ও মো. মকবুল হোসেন।
জেবি/এসবি









