নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত ৯০

দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণটি ঘটেছে।
বিজ্ঞাপন
নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় রাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানকার পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বুধবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণটি ঘটেছে।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন ৩ মার্কিনি
বিজ্ঞাপন
পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু জানান, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








