দুর্নীতি করে কেউ পার পাবে না: বিমানের এমডি


Janobani

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪


দুর্নীতি করে কেউ পার পাবে না: বিমানের এমডি
ছবি: জনবাণী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা সম্পাদক ড. মো. সাফিকুর রহমানের বলেছে,  সকলকে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। 


বুধবার (১৬ অক্টোবর) এটিজেএফবি’র নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সকলে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। ওটিপি গত মাসের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। কেবিন ক্রু থেকে শুরু করে সব বিভাগেই কঠোরভাবে নজরদারী এবং জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। 


আরও পড়ুন: আগে বিচার তারপর সমঝোতা, খুনিদের ক্ষমা নেই: মাহফুজ আলম


আমরা চাই বিমানের উন্নত হোক। বাংলাদেশের উন্নয়ন হোক। আমাদের দায়িত্ব হলো পরবর্তি প্রজন্মের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। এ জন্য অবাধ তথ্য সরবরাহের বিকল্প নেই। স্বচ্ছতা এবং জবাহদিহিতা নিশ্চিত করা খুবই জরুরী। 


আরও পড়ুন: বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন


এসময় উপস্থিত ছিলেন এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এটিজেএফবি এস সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বিপ্লব, সহ সভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, নির্বাহি কমিটির সদস্য খালিদ আহসান, মাসুদ রুমী, সিনিয়র সদস্য রিতা নাহার, আবুল আজাদ সোলায়মান, পারভেজ নাদির রেজা, কামরান সিদ্দিকী, শহিদুল আলম প্রমুখ।


জেবি/এসবি