ডিমলায় ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪


ডিমলায় ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন
ছবি: প্রতিনিধি

প্রায় ১৭ বছর পর নীলফামারীর ডিমলায় খোলা ময়দানে প্রকাশ্যে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন করেছেন। এতে অসংখ্য কর্মীর জমায়েত দেখা গেছে।


শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইসলামীয়া কলেজ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছে স্থানীয় বাসিন্দারা


সম্মেলেনে উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী রোকনুজ্জামান'র সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,টিম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চল ও নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদ,নীলফামারী জেলা নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম,জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।


আরও পড়ুন: বৌ-ভাতের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের রক্তের গ্রুপ নির্ণয়


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, গত ৫ আগস্ট জালিম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারিনি। দাড়ি-টুপিওলা মানুষদের এবং অনেক মুসলিম ভাইদের লাঞ্ছিত করেছে জালিম সরকারের লোকজন। আল্লাহ্ তার বিচার করেছেন। তাই দীর্ঘদিন পর হলেও আজ আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি এবং কর্মী সমাবেশ করছি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি।


আরএক্স/