বিআরটিসির সুনাম নষ্টে কোন ষড়যন্ত্র কাজে আসবে না: তাজুল ইসলাম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪


বিআরটিসির সুনাম নষ্টে কোন ষড়যন্ত্র কাজে আসবে না: তাজুল ইসলাম
বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

বিআরটিসির সুনাম নষ্টে কোন ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। 


মো. তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট-পরবর্তী অদম্য বাংলাদেশ গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিআরটিসি নিজস্ব জনবল দিয়ে অধিকাংশ কার্যক্রম পরিচালনা করে। বিআরটিসি লিজ পদ্ধতি পুরোপুরি বন্ধ করেছে। এরআগে এই পদ্ধতিতে লুটপাট হয়েছে, এটা হতে দেওয়া হবে না।


আরও পড়ুন: বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে: তাজুল ইসলাম


জানা যায়, সম্প্রতি কতিপয় দুষ্কৃতকারী অনৈতিক সুবিধা গ্রহণের লক্ষ্যে সংস্থাটির প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিআরটিসির কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনের চেষ্টার ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছে বিআরটিসির সিনিয়র শ্রম কর্মকর্তা রাকিবুজ্জামান।


আরএক্স/