নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ।
শনিবার (১৯ অক্টোবর) এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর।
প্রধানমন্ত্রীর দফতর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ড্রোনটি সরাসরি আঘাত হেনেছে নেতানিয়াহুর বাসভবনে। তবে, ওইসময় বাড়িটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বা তারপরিবার কেউই ছিলেন না। এছাড়া এ হামলায় কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।
এর আগে একইদিন সকালে লেবানন থেকে আরও দুটি ড্রোন হামলা চালানো হয়, যেগুলো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে। তেল আবিবে হামলার সতর্ক সংকেত বেজে ওঠে ওই সময়ে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৭ হাজার টাকা নির্ধারণ
আলজাজিরা বলছে, হিজবুল্লাহর এ হামলার ঘটনায় নেতানিয়াহুর বাসভবন ঘিরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এমনকি গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ওই এলাকায়।
আরও পড়ুন: বিহারে বিষাক্ত মদপানে ২০ জনের মৃত্যু
প্রসঙ্গত, গত বুধবার (১৬ অক্টোবর) ইসরায়েলি হামলায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। এ ঘটনায় প্রতিশোধের হুমকি দেওয়া হয় হিজবুল্লাহর পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, তারই অংশ হিসেবে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে।
জেবি/এসবি