এইচএসসির ফল বাতিলের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও

এরপর পৌনে ২টার দিকে তারা শিক্ষা বোর্ডের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন
বিজ্ঞাপন
সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করেছে একদল শিক্ষার্থী।। এ সময় বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবি জানান তারা।
রবিবার (২০ অক্টোবর) সকালে প্রথমে শহীদ মিনারের সামনে জড়ো হন তারা। পড়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের সামনে আসে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিন দুপুর সাড়ে ১২টা থেকে বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের মূল ফটক আটকে তারা এই কর্মসূচি পালন করছেন।
আরও পড়ুন: জিপিএ-৫ পেলেন সেই মুশতাকের স্ত্রী তিশা
বিজ্ঞাপন
দুপুর সাড়ে ১২টায় কয়েকশ শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের মূল ফটকে অবস্থান নেন। এরপর পৌনে ২টার দিকে তারা শিক্ষা বোর্ডের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
পরীক্ষার্থীরা জানান, “ঢাকা শিক্ষা বোর্ডে ৭টি পরীক্ষা হয়েছে। কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে মাত্র ২টি পরীক্ষা হয়েছে। এছাড়া, পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ণ করা হয় নি। ফলে বৈষম্যের শিকার হয়েছেন তারা।”
জেবি/এসবি
বিজ্ঞাপন









