বিজিএমইএর পর্ষদ বাতিল করে প্রশাসক বসাল সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে।
রবিবার (২০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) মো. আবদুর রহিম খান সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: জেড আই খান পান্না ও বিজিবি ডিজির বিরুদ্ধে মামলা
আদেশে বলা হয়, নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
জেবি/এসবি