গণভোটে ‘না’র পক্ষে প্রচারকারী ফ্যাসিবাদের সমর্থক: আদিলুর রহমান

সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং জুলাইযোদ্ধাদের সংগ্রামের মাধ্যমেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এই পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক লাইব্রেরির হলরুমে আয়োজিত গণভোট কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা যাবে না, গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ তৈরি করা চলবে না। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে বৈষম্য ও ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না এবং সব জাতিগোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে।
বিজ্ঞাপন
উপদেষ্টা আরও বলেন, জনতার সমর্থন রয়েছে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, জনতার কাফেলা রয়েছে জুলাই সনদের পক্ষে এবং নতুন বাংলাদেশের পক্ষে। এই গণভোটের মাধ্যমে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে।
তিনি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য দেন। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গণভোট প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রয়েছে। যারা ফ্যাসিবাদকে সমর্থন করে তারাই ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাবে। আর যারা জনগণের অধিকার, গণতন্ত্র, গুম ও ক্রসফায়ারের বিরুদ্ধে, তারাই ‘হ্যাঁ’ ভোট দেবেন। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে।








