Logo

‘হ্যাঁ’ ভোটে সংস্কারের পথ খুলবে, মানুষের প্রত্যাশা পূরণ হবে

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
১৬ জানুয়ারি, ২০২৬, ২০:১৩
‘হ্যাঁ’ ভোটে সংস্কারের পথ খুলবে, মানুষের প্রত্যাশা পূরণ হবে
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের সাধারণ মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দীর্ঘদিন ধরে দেশে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি উল্লেখ করে তিনি বলেন, গণভোটের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে সবাইকে অংশ নিতে হবে। সরকার ইতোমধ্যে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানাচ্ছে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে, যা অতীতে কখনোই যথাযথভাবে করা হয়নি।

বিজ্ঞাপন

গ্রামাঞ্চলের মানুষ গণভোট সম্পর্কে অবগত বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং জনগণ নিজেরাও সক্রিয়ভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার করছে। আগামী কয়েক দিনের মধ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনীসহ বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অতীতে যে সংস্কারগুলো হয়েছে, সেগুলো ছিল দলকেন্দ্রিক। ক্ষমতায় থাকা দল নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। গণভোটের মাধ্যমে সেই ধারা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, জনগণের অংশগ্রহণ ও মতামত নিয়েই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ কারণেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট গুরুত্বপূর্ণ।

পে স্কেল প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। দীর্ঘ সময় পর পে স্কেল প্রণয়ন করা হয় এবং এতে নানা হিসাব-নিকাশ জড়িত। বর্তমানে বিষয়টি নিয়ে কাজ চলছে এবং দ্রুত প্রতিবেদন পাওয়া যাবে বলে।

বিজ্ঞাপন

অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বাস্তবতা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে, তবে হতাশ হওয়ার কারণ নেই।

গুরুদাসপুর মিনি স্টেডিয়াম প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, স্টেডিয়ামটি মানসম্মতভাবে নির্মাণ করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল। পুরোপুরি প্রস্তুত হলে এখানে নিয়মিত খেলাধুলা শুরু হবে এবং তখন এর কার্যকারিতা আরও স্পষ্ট হবে।

বিজ্ঞাপন

এ সময় অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD