Logo

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১৬ জানুয়ারি, ২০২৬, ২১:২১
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে জনমত গড়ে তোলাকে রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের কাছে জটিল সাংবিধানিক বিষয় বা উচ্চকক্ষ-নিম্নকক্ষের ব্যাখ্যা তুলে ধরার প্রয়োজন নেই। বরং গণভোটের মাধ্যমে সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সেটি সহজভাবে বোঝাতে হবে। তাতেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত জনমত তৈরি হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা নির্বাচন চায় না, তারা নির্বাচন ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করবে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় জনগণের অংশগ্রহণ যত বেশি হবে, তত দ্রুত অশুভ ও নির্বাচনবিরোধী শক্তি পরাজিত হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে ও সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলার স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD