ইসিতে সপ্তম দিনের আপিল শুনানিতে চরম হট্টগোল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই নিয়ে নির্বাচন কমিশনে করা আপিল শুনানিকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিকালে আইনজীবী ও প্রার্থীদের মধ্যে তর্ক-বিতর্কের জেরে পরিস্থিতি কিছু সময়ের জন্য অশান্ত হয়ে ওঠে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল শুনানি চলছিল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ঘিরে এ শুনানিতে নির্বাচন কমিশন উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে ব্যাখ্যা জানতে চায়। ব্যাখ্যা গ্রহণের শেষ পর্যায়ে কমিশন দুপুরে প্রায় আধা ঘণ্টার জন্য শুনানি মুলতবি করে বিরতি দেয়।
কমিশনাররা সভাকক্ষ ত্যাগ করার পরপরই মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীরা জড়ো হন। এ সময় তাদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়, যা দ্রুত উত্তেজনায় রূপ নেয়।
বিজ্ঞাপন
এই পরিস্থিতির মধ্যে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত বিরোধীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল শুনানিও কমিশনে বিচারাধীন রয়েছে।
একই সময়ে কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অন্য একটি আপিলের শুনানির জন্য সেখানে উপস্থিত ছিলেন। আব্দুল আউয়াল মিন্টুর বক্তব্যে আপত্তি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিজ্ঞাপন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনজীবীরা দ্রুত আব্দুল আউয়াল মিন্টুকে সরিয়ে নেন। পরে তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে পরিবেশ স্বাভাবিক করে।
বিরতি শেষে শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, আব্দুল আউয়াল মিন্টু তাকে গালিগালাজ করেছেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করেন।








