Logo

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ১৪:০৬
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক রাজধানী ঢাকা থেকে দেশের ৬৪টি জেলার উদ্দেশে রওনা হন, এর মধ্য দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিজ্ঞাপন

এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা এই মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাদের সরাসরি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও সমন্বিত মূল্যায়নের ভিত্তি হিসেবে কাজ করবে।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘদিন ধরে পরীক্ষিত ও সুপ্রতিষ্ঠিত একটি পদ্ধতিতে দেশব্যাপী পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। এই পদ্ধতির মাধ্যমে নির্বাচনকালীন পরিবেশ, প্রশাসনিক প্রস্তুতি এবং রাজনৈতিক প্রক্রিয়ার একটি ভারসাম্যপূর্ণ ও গভীর বিশ্লেষণ সম্ভব হয়।

বিজ্ঞাপন

ইন্ডা লাসে আরও বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকাভিত্তিক মূল দলের বিশেষজ্ঞদের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন। তারা দুইজন করে দল গঠন করে দায়িত্ব পালন করবেন এবং নিজ নিজ এলাকায় ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এসব কার্যক্রম শুধু বড় শহরেই নয়, প্রত্যন্ত অঞ্চল ও গ্রামাঞ্চলেও পরিচালিত হবে।

তিনি জানান, এই পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন। মাঠে নামার আগে তাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক বাস্তবতা, আইনি কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত ব্রিফিং ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইন্ডা লাসে বলেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করা হয়েছে। মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস। তিনি গত ১১ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD