পলিথিন ব্যবহার বন্ধে সকল পর্যায়ে কঠোর পদক্ষেপ জরুরি: ডিসি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪


পলিথিন ব্যবহার বন্ধে সকল পর্যায়ে কঠোর পদক্ষেপ জরুরি: ডিসি
ছবি: প্রতিনিধি

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (২০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।


আরও পড়ুন: ময়মনসিংহে আলোকচিত্র নিয়ে ফ‍্যাসিস্ট প্রদর্শনী  


সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসীম উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস প্রমুখ।


এসময় বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধান, মিল মালিক সমিতি, পৌর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, জেলা গার্মেন্টস সমিতি, কসমেটিক ও ক্রোকারিস সমিতিসহ বিভিন্ন সমিতির প্রতিনিধি ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: কেন্দ্রীয় জিয়া পরিষদের সভাপতির সুস্থ সুস্থ্যতা কামনায় দোয়া


সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সংশ্লিষ্ট সকলকে পলিথিন বর্জনের আহবান জানান। পলিথিন ব্যবহার বন্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ এর ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগে সকলের সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। পরে সংশ্লিষ্ট অংশীজনেরা প্রধান অতিথির সাথে একমত প্রকাশ করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 


এমএল/