টেকনাফে গ্রেনেড, রকেট বোম্ব, গুলিসহ আটক ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪
কক্সবাজারে টেকনাফে একটি বসত ঘরে অভিযান চালিয়ে ২ টি গ্রেনেড, ১ টি রকেট বোম্ব, ২৪০ টি রাইফেলের গুলি ও ১ টি কম্পাসসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
রবিবার (২০ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আরও পড়ুন: জামায়াত ইসলামী বাংলাদেশের কর্মী সম্মেলনে হাজারো মানুষের ঢল
আটক মো. শফিউল আলম (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে।
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা অস্ত্রের একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বাড়ীটি ঘেরাও করলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে, বসত ঘর ও ভিটে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে বাড়ীর আঙ্গিনায় বালির বস্তার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২ টি গ্রেনেড, ১ টি বোম্ব, ২৪০ টি রাইফেলের গুলি ও ১ টি কম্পাস।
আরও পড়ুন: ছাত্রলীগ এখন টুপি লীগ-পাঞ্জাবি লীগ: ড. রেজাউল করিম
বিজিবির এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, সীমান্তের অবৈধ পথে মিয়ানমার থেকে এসব অস্ত্র ও গুলিসহ অন্য উপকরণ পাচার করে আনা হয়। পরে এগুলো দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দ্যেশে বাড়িতে মজুদ করা হয়েছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
এমএল/