ভারতের রাজস্থানে বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১২


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪


ভারতের রাজস্থানে বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১২
ছবি: প্রতিনিধি

ভারতের রাজস্থানে বাস ও টেম্পোর মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ৮ শিশুসহ ১২ জন নিহত। মৃতরা সকলেই একই পরিবারের সদস্য বলেও জানা গেছে। 


শনিবার (১৯ অক্টোবর) রাত ১১টায় বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে টেম্পো করে ফিরছিল একটি পরিবার। পথে সুনিপুর গ্রামের কাছে বাসটি ধাক্কা মারে টেম্পোকে। আঘাতে দুমড়ে মুচড়ে যায় টেম্পোটি। টেম্পোতে থাকা ১২ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। উদ্ধার কাজে হাত লাগান তারা।


আরও পড়ুন: মহারাষ্ট্রে বাড়ছে রাজনৈতিক সংকট, হাসপাতালে শিবসেনা প্রধান


এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। টেম্পো থেকে মরদেহ উদ্ধার করা হয় পুলিশের উপস্থিতিতে। 


পুলিশ জানান, টেম্পো ও বাস ২টি গাড়িকেই বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত করছে পুলিশ। 


আরও পড়ুন: ভারতে সম্পত্তির লোভে বাবা-মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে


মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।


এমএল/