হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধান সিরিয়ায় নিহত: ইসরায়েল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪


হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধান সিরিয়ায় নিহত: ইসরায়েল
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। ছবি: সংগৃহিত

সিরিয়ায় নিহত হয়েছে লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধান। এমনটাই দাবি করেছে ইসরায়েল।


সোমবার (২২ অক্টোবর)  ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে এ দাবি করেন।


তিনি বলেন, “কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অর্থবিষয়ক সর্বশেষ কমান্ডারকে সিরিয়ায় ‘নির্মূল’ করা হয়েছে।” তবে হিজবুল্লাহর এই কমান্ডারের নাম প্রকাশ করেনি ইসরায়েল।


বিবৃতিতে হাগারি আরও বলেন, “এই ব্যক্তি ইরান-সমর্থিত হিজবুল্লাহর ‘ইউনিট ৪৪০০ ’-এর প্রধান ছিলেন। ইরানের তেল বিক্রির মাধ্যমে সংগঠনে অর্থ স্থানান্তরসহ হিজবুল্লাহর তহবিল জোগানোর দায়িত্বে ছিলেন তিনি।”


এর আগে হিজবুল্লাহর এই ইউনিটটির নেতৃত্বে মোহাম্মদ জাফর কায়সার ছিলেন বলে জানান ড্যানিয়েল হাগারি। তিনি আরও বলেন, “শেখ সালাহ নামেও পরিচিত ছিলেন জাফর।”


আরও পড়ুন: মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৭ হাজার টাকা নির্ধারণ


ড্যানিয়েল হাগারি বলেন, “জাফর বছরের পর বছর ধরে হিজবুল্লাহর আয়ের প্রধান উৎস দেখভাল করে আসছিলেন। চলতি অক্টোবরের শুরুতে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে তাঁকে নির্মূল করে ইসরায়েল।”


আরও পড়ুন:  বিহারে বিষাক্ত মদপানে ২০ জনের মৃত্যু


হিজবুল্লাহর ‘ইউনিট ৪৪০০’ ইরানের তেল সিরিয়ায় পরিবহন করে। পরে তা লেবাননে বিক্রি করা হয়। ড্যানিয়েল হাগারির ভাষ্য, “এই তেলের মূল্য প্রায় কয়েক মিলিয়ন ডলার।”


গেল মাসের শেষ দিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হন।


জেবি/এসবি