ঢাকা কলেজ শিক্ষার্থীকে হেনস্তা, ভিআইপি পরিবহনের ৩০ বাস আটক


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪


ঢাকা কলেজ শিক্ষার্থীকে হেনস্তা, ভিআইপি পরিবহনের ৩০ বাস আটক
ছবি: প্রতিনিধি

ঢাকা কলেজে এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জেরে ভিআইপি পরিবহনের ৩০ টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। 


মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১০ ঘটিকার দিকে বাস থেকে শিক্ষার্থীকে ফেলে আহত করলে পরবর্তীতে বাস আটক করতে শুরু করেন একদল শিক্ষার্থী।  রিপোর্ট লেখা পর্যন্ত আটক বাসগুলো মিরপুর রোডে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।


আরও পড়ুন: কায়িক পরিশ্রম না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে


বাসের ধাক্কায় আহত ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজিদ হাসান বলেন, আমি আজিমপুর থেকে কলেজে আসার উদ্দেশ্য ভিআইপি বাসে উঠি। বাস থেকে নামার সময় হাফ ভাড়া দিলে ভাড়া না নিয়ে আমার সাথে বাক বিতন্ডে জড়ায়। একপর্যায়ে বাস থেকে নামার সময় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পা ও হাতে আঘাতপ্রাপ্ত হই। বর্তমানে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছি।


আরও পড়ুন: সবার পোশাকের স্বাধীনতা আছে: শিবির সভাপতি


এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমরা বিষয়টি জেনেছি। নিউমার্কেট থানাকে জানিয়েছি। বিষয়টি নিউমার্কেট থানা কর্তৃপক্ষ দেখছে। তবে শিক্ষার্থীদের নিজেদের হাতে বিচার তুলে নেওয়া ঠিক নয়।


আরএক্স/