Logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

profile picture
জনবাণী ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৪, ০৬:৫৫
111Shares
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার রাজনৈতিক দল হিসেবে কখনো আবির্ভূত হতে পারে

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  এই কমিটির আহ্বায়ক করা হয়েছে অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহকে। সদস্য সচিব করা হয়েছে আরিফ সোহেলকে, মুখ্য সচিব আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র করা হয়েছে উমামা ফতিমাকে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, “সারাদেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম হচ্ছে। মূলত এটাকে রোধ করতে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। যারা আমাদের মধ্য থেকেও এ ধরনের অপকর্ম করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আমাদের কমিটিতে পুর্নগঠন প্রয়োজন।”

সারজিস জানালেন, আগামীতেও এই সংগঠনের অনেক কাজ করতে হবে। এজন্য সংগঠনকে সারা দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যান্য সমন্বয়করা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার রাজনৈতিক দল হিসেবে কখনো আবির্ভূত হতে পারে। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।

এ বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD