Logo

ইবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৪, ০১:১৪
ইবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ
ছবি: সংগৃহীত

গঠিত তদন্ত কমিটির কাজ চলমান থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে

বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক হাফিজুল ইসলামকে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিভাগের নারী শিক্ষার্থীকে ফ্যানে ঝুলিয়ে পেটানোর হুমকি, শিক্ষার্থীদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে ইন্টারনাল নম্বর টেম্পারিংসহ নানা অভিযোগে গঠিত তদন্ত কমিটির কাজ চলমান থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সংঘটিত শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির তদন্ত কাজ চলমান রয়েছে। তদন্ত কার্যক্রম শেষে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিভাগের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্তসহ বিভাগীয় সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আদিষ্ট হয়ে আপনাকে অনুরোধ করা হলো। 

বিজ্ঞাপন

এর আগে গত ৭ অক্টোবর সহকারি অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তা, আপত্তিকর মন্তব্য, শারীরিক ও মানসিক নির্যাতনসহ প্রায় ২৭ দফা অভিযোগ তুলে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে তার বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করলে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন ইবি উপাচার্য।

বিজ্ঞাপন

আরএক্স/  

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD