ভারতের পশ্চিমবঙ্গে ৫৪ জন বাংলাদেশি গ্রেফতার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪
ভারতের পশ্চিমবঙ্গে ৫৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) পশ্চিমবঙ্গ পুলিশের সূত্রে প্রকাশ, ওসি মহম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে নশিপুর গ্রাম থেকে ৪১ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। একই দিনে বিএসএফ উত্তর ২৪ পরগনার স্বরুপনগর সীমান্ত থেকে আরও ১৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল নিষিদ্ধ
২টি পৃথক অভিযানে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধভাবে দেশে ফেরার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এমএল/