উত্তপ্ত আসামের সামাগুড়ি

কংগ্রেস-বিজেপির সংঘর্ষে ১৫ সাংবাদিক আহত


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪


কংগ্রেস-বিজেপির সংঘর্ষে ১৫ সাংবাদিক আহত
ছবি: প্রতিনিধি

ভারতের আসামরাজ‍্যরে সামাগুড়ি বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। 


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সামাগুড়ির কংগ্রেসপ্রার্থী তানজিল হুসেন মনোনয়নপত্র দাখিল করে ফেরার সময় মূল সড়কে উঠার আগে বিজেপির এক সভাস্থল পার হওয়ার সময় এক উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।


আরও পড়ুন: দিল্লি'র কোন এলাকায় আছেন শেখ হাসিনা, জানাল ভারতীয় গণমাধ্যম


বিজেপির কর্মীরা প্রথমে কংগ্রেস কর্মীদের ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দেয় পরে বিজেপির কর্মীরা সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি ২ পক্ষের মধ‍্যে সংঘর্ষে রুপ নেয়। হামলায় প্রায় ১৫ জন সাংবাদিক আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি গাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সংবাদকর্মীরা সামাগুড়ি থানার সামনে প্রতিবাদ জানান। 


মন্ত্রী পীযূষ হাজরিকা বিষয়টি হস্তক্ষেপ করে সাংবাদিকদের মারধরকারী গুন্ডাদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন। তাদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত ও নেওয়া হয়েছে। এনিয়ে এলাকায় ব‍্যাপক উত্তেজনা বিরাজ করছে।


এমএল/