যুবলীগের কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাকে ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল আটক করে। আটককৃত মোয়াজ্জেম হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামে।
আরও পড়ুন: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির গ্রেফতার
নবাবগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম হোসেনের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২ ও ২১ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় এ মামলা দুটি দায়ের হয়।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসগর হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আটকের পর ডিবি তাকে জিজ্ঞাসাবাদ করছে। পরে নবাবগঞ্জ থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
আরও পড়ুন: সচিবালয়ে ঢুকে পড়া ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, মুচলেকায় ২৮ জনকে মুক্তি
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর নবাবগঞ্জে দলের কোনো জ্যেষ্ঠ নেতা আটকের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেনই প্রথমে আটক হলেন।
এমএল/