Logo

চুনারুঘাটে চা-বাগানে শ্রমিকনেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০৫:৫৮
46Shares
চুনারুঘাটে চা-বাগানে শ্রমিকনেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পরে বিকেলে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়

বিজ্ঞাপন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের শ্রীবাড়ি চা-বাগানে ডেপুটি ম্যানেজার সমির কুমার সেন অপসারণ ও শ্রমিকনেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রত্যাহারের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।  পরে শ্রমিকদের চাপে অভিযোগ প্রত্যাহারের আশ্বাসে প্রতিবাদসভা সমাপ্ত হয় এবং অভিযোগ তুলে নিবেন মর্মে উপস্থিত শ্রমিক নেতাদের আশ্বস্ত করেন বাগানের ব্যবস্থাপক কেএসএম ইমরান। 

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে চা-বাগানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।  এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান আব্দালুর রহমান, সাবেক চেয়ারম্যান এডভোকেট সরকার মো. শহীদ, বাংলাদেশ চা- বালিছিড়া বেলীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সুভাষ দাস, বাগানের শ্রমিক নেতা মোহন লাল ননিয়া, রূপো কর্মকার, শ্যামল বাড়াইকসহ চা-শ্রমিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১৬ অক্টোবর) চা-বাগানে চা-গাছ কর্তন ও বাগানে ভাংচুরের অভিযোগে একই বাগানের শ্রমিক নেতা মোহন লাল ননিয়াসহ ৭ জনের নাম উল্লেখ্য করে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এর পর শ্রমিকরা বাগানের ব্যবস্থাপক ইমরান সহ কর্তৃপক্ষ ফুসে উঠে। অবশেষে শ্রমিকরা উত্তেজিত হলে স্থানীয় সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট সরকার মো. শহীদ এর  মধ্যস্থতায় শ্রমিকদের বিরোধ নিষ্পত্তি হয়। 

শ্রমিক নেতা মোহন লাল ননিয়া জানান, ডেপুটি ম্যানেজার সমির কুমার সেনের অনিয়ম, দুর্নীতি, অসাদাচরন ও বাগানে নৈমিত্তিক শ্রমিক বাতিলসহ আরও ৩ জনের অপসারণের দাবী জানিয়ে বিক্ষোভ করেন। কিন্তু কর্তৃপক্ষ দাবী না মানায় তাদের বিরুদ্ধে শ্রমিকরা প্রতিবাদ মিছিল করে। শ্রমিকদের বিভিন্ন দাবীতে বাগানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও টিলা বাবুসহ অফিস স্টাফদের ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় উত্তজেতি চা শ্রমিকরা বিভিন্ন দাবীতে শ্লোগান দিলে শ্রমিকদের চাপে পঞ্চায়েত কমিটির সভাপতি রঞ্জিত ভূঁইয়া পদত্যাগ করেন। এবং পরিস্থতি সামলাতে বাগান কর্তৃপক্ষ বাগানের ডেপুটি ম্যানেজার সমীর কুমার সেন ও টিলাবাবু আশরাফ হোসেন মুক্তারকে সরিয়ে দেন। বাগানের ব্যবস্থাপক কেএসএম ইমরান বলেন, শ্রমিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় বিষয়টি সমাধান হয়েছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD